কনডেম সেল বিষয়ক হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার

হাইকোর্ট ভবন।

কনডেম সেল বিষয়ক হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার

অনলাইন ডেস্ক

মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে আসামীদের কনডেম সেলে রাখা যাবে না- হাইকোর্টের এমন রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১৪ মে) অ্যার্টনি জেনারেল কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সোমবার (১৩ মে) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। রায়ে বলা হয়, মৃত্যুদণ্ড চূড়ান্তের আগে কারাবন্দিদের কনডেম সেলে রাখা যাবে না।

অন্য বন্দিদের মতো তাদের সব সুযোগ-সুবিধা দিতে হবে।

চূড়ান্ত রায়ের আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীদের কনডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে ২০২২ সালের ৩ সেপ্টেম্বর আইনজীবী শিশির মনির হাইকোর্টে একটি রিট দায়ের করেন। পরে রায় চূড়ান্ত হওয়ার আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীদের কনডেম সেলে রাখা কেন বেআইনী হবে না তা জানতে চেয়ে ২০২৩ সালের ৫ এপ্রিল রুল জারি করেন হাইকোর্ট। একই বছরের ১২ ডিসেম্বর রুলের শুনানি শেষ হওয়ার পর রায় ঘোষণার জন্য হাইকোর্টে অপেক্ষমান ছিলো।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক