কুকি চিনের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত ৩ জঙ্গি গ্রেপ্তার

প্রতীকী ছবি

কুকি চিনের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত ৩ জঙ্গি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

পার্বত্য জেলার কুকি চিনের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া দলের তিনজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও ডিটেকটিভ ব্রাঞ্চ। কল্যাণপুর ও গাবতলীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৪ মে) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা ছিলো জঙ্গিদের। কুকি চিনের ৫৩ জনের মধ্যে ৪৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

তারা বিভিন্ন চাকরি করলেও গোপনে পাহাড়ে বম সম্প্রদায়ের কাছে প্রশিক্ষণের জন্য লোক পাঠাতো। গ্রেপ্তার আমির হোসেন ও মশিউর রহমান কর্মী সংগ্রহের কাজটি করতো। আর হাবিবুর রহমান নতুন কর্মী। গ্রেপ্তার না হলে হাবিবুর রহমানকে পাহাড়ে পাঠিয়ে দিতো আমির ও মশিউর।

news24bd.tv/ab