শোভাযাত্রা করে জরিমানা গুনলেন প্রার্থী

শোভাযাত্রা করে জরিমানা গুনলেন প্রার্থী

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোভাযাত্রা করায় চেয়ারম্যান প্রার্থী (মোটরসাইকেল প্রতীক) মো. শরিফুল হাসানকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ মে) দিনগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধানাইদহ এলাকায় ওই প্রার্থীকে এ জরিমানা করেন সহকারী কমিশনার(ভূমি) কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিঠু।

সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিঠু জানান, সোমবার রাতে উপজেলার ধানাইদহ এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. শরিফুল হাসান আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোভাযাত্রা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২০১৬ এর ৩২ বিধিতে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সামনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করেন সেজন্য প্রার্থীকে সতর্ক করা হয়েছে। ভবিষতে কোনো প্রার্থী বার বার আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে তাদের প্রার্থিতা বাতিলও হতে পারে বলে তিনি জানান।

উলে­খ্য, আগামী ২৯ মে তৃতীয় ধাপে এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

news24bd.tv/তৌহিদ