১৬ মে প্রথম নারী উদ্যোক্তাদের ‘হাটবাজার’ শুরু

উইহাটবাজারডটকম

১৬ মে প্রথম নারী উদ্যোক্তাদের ‘হাটবাজার’ শুরু

অনলাইন ডেস্ক

আগামী বৃহস্পতিবার (১৬ মে ) বাণিজ্যিক ভাবে আত্মাপ্রকাশ করতে যাচ্ছে উইহাটবাজারডটকম নামের এই অনলাইন মার্কেট প্লেস। এটি মুলত ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের অনলাইন মার্কেট প্লেস।  
বিশ্বব্যাংকের নিয়মের মধ্যে এখানে থাকছেন ১০০ জন উদ্যোক্তা। ১২টি ক্যাটাগরিতে নিজেদের তৈরি ও উৎপাদিত পণ্যের পসরা নিয়ে এই প্লাটফর্মে হাজির হচ্ছেন উদ্যোক্তারা।


এর মধ্যে বিবিয়ানা, ট্যান, গুটিপা’র মতো নারী উদ্যোক্তাদের ৫টি প্রতিষ্ঠিত ব্র্যান্ডও আছে। আগামী দেড় বছরে এই উদ্যোক্তার সংখ্যা এক হাজারে উন্নীত করা হবে বলে জানিয়েছেন ই-ক্যাব সাধারণ সম্পাদক ও উই হাটবাজার এর ব্যবস্থাপনা পরিচালক নাসিমা আক্তার নিশা।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এই বিশেষায়িত ই-কমার্স প্লাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন এবং বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলেন উদ্ভাবন ও অর্থায়ন বিভাগের প্রকল্প পরিচালক গ্যাবি জর্জ আফরাম।

news24bd.tv/ডিডি