সব বাধা পেরিয়ে কানে রাসুলফ'র সিনেমা, শেষ পর্যন্ত দেখানো হবে কী

সব বাধা পেরিয়ে কানে রাসুলফ'র সিনেমা, শেষ পর্যন্ত দেখানো হবে কী

অনলাইন ডেস্ক

৭৭তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে মঙ্গলবার (১৪ মে)। ফ্রান্সের দক্ষিণাঞ্চলের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসছে উৎসবের আসর। এ উপলক্ষে কান শহরে জড়ো হচ্ছেন বিশ্বের বড় বড় চলচ্চিত্র তারকারা।

এবারের উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে ২২টি চলচ্চিত্র।

স্বর্ণপামের দৌড়ে আছে ‘হেভিওয়েট’ নির্মাতাদের নানান সিনেমা। উৎসবে উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে কোয়েন্টিন ডুপিওর সিনেমা ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’। ফরাসি কমেডি ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’ সিনেমায় অভিনয় করেছেন লি সেডক্স, ভিনসেন্ট লিনডন, লুইস গ্যারেল প্রমুখ।

এদিকে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়েছে কারাদণ্ডপ্রাপ্ত ইরানের প্রখ্যাত নির্মাতা মোহাম্মদ রাসুলফ এর সিনেমা ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’।

এবারের আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে সিনেমাটি। সিনেমাটিতে ইরানের বিচারব্যবস্থার চিত্র তুলে ধরেছেন রাসুলফ, জানা গেছে।  আর এ জন্য তাকে আট বছরের কারাদণ্ড দিয়েছে ইরানের আদালত  ও সেই সঙ্গে চাবুক মারা, জরিমানা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।

ইতোমধ্যে মোহাম্মদ রাসুলফ ইরান থেকে ইউরোপে পালিয়ে গেছেন। রোববার এক বিবৃতিতে রাসুলফ জানান, "আমাকে কারাগারে যাওয়া অথবা দেশ ত্যাগের মধ্যে যে কোনো একটা বেঁছে নিতে হয়েছিল। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমি নির্বাসন বেছে নিয়েছি। "

আরও পড়ুন: ইরানের চলচ্চিত্র নির্মাতা রাসুলফকে ৮ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামী শুক্রবার কানে প্রিমিয়ার হতে পারে মোহাম্মদ রাসুলফ এর সিনেমা ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’। জল্পনা, সিনেমার প্রিমিয়ারে উপস্থিত হতে পারেন নির্মাতা। তবে উৎসবে নির্মাতা যোগ দিতে পারবেন কি না, এ বিষয়ে আগেই সংশয় প্রকাশ করেছিলেন তার আইনজীবী।

মনে করা হচ্ছে, উৎসবে অভিনয়শিল্পী ও নির্মাতারা কান উৎসবে রাসুলফের পক্ষে সরব হতে পারেন।

news24bd.tv/TR