বিশ্বে উদ্বাস্তু হওয়া মানুষের সংখ্যা সাড়ে ৭ কোটি

রাফা শহর থেকে পালিয়ে যাচ্ছেন বাসিন্দারা।

সমীক্ষা

বিশ্বে উদ্বাস্তু হওয়া মানুষের সংখ্যা সাড়ে ৭ কোটি

অনলাইন ডেস্ক

গতবছর ( ২০২৩) সারাবিশ্বে ৭ কোটি ৫৯ লাখ মানুষ উদ্বাস্তু হয়েছেন। আজ মঙ্গলবার ( ১৪ মে বেসরকারি সংগঠন ইন্টারনাল ডিসপ্লেসড মনিটরিং সেন্টার (আইডিএমসি) এ তথ্য জানিয়েছে।  

আইডিএমসি বলছে, গত পাঁচ বছরে নিজ নিজ দেশের সীমানার ভেতর উদ্বাস্তুর সংখ্যা বৃদ্ধি বেড়েছে ৫০ শতাংশ।

আইডিএমসির পরিচালক আলেকজান্দ্রা বিলাক বলেন,  সংঘাত ও সহিংসতার কারণে  উদ্বাস্তু হওয়ার সংখ্যা  বাড়ছে।

প্রধানত বাড়ছে যুদ্ধবিধ্বস্ত দেশে। সবচেয়ে বেশি উদ্বাস্তু  হয়েছে গাজা উপত্যকায় ও সুদানে। সূত্র , এএফপি।

সংঘাতসহ নানা কারণে যাঁরা উদ্বাস্তু হয়ে নিজ দেশের সীমানা ছাড়িয়ে অন্য দেশে চলে যেতে বাধ্য হন, তাঁদের শরণার্থী হিসেবে বিবেচনা করা হয়।

আর যাঁরা নিজ দেশের সীমানার ভেতরই এক জায়গা থেকে অন্যত্র স্থানান্তরিত হন, তাঁদের অভ্যন্তরীণ উদ্বাস্তু ধরা হয়।

এই দুই ক্যাটাগরিতেই উদ্বাস্তুর সংখ্যা বৃদ্ধি উদ্বেগজনক।

news24bd.tv/ডিডি