এআইকে গুরুত্ব দিতে ওয়ার্কপ্লেস বন্ধ করছে মেটা

ওয়ার্কপ্লেস বন্ধ হচ্ছে

এআইকে গুরুত্ব দিতে ওয়ার্কপ্লেস বন্ধ করছে মেটা

অনলাইন ডেস্ক

২০১৬ সালে প্রথমাবেরর মতো এন্টারপ্রাইজ কমিউনিকেশন অ্যাপ হিসেবে ওয়ার্কপ্লেস চালু করে ফেসবুক। কিন্তু এখন কৃত্রিম বুদ্ধিমত্তাকে গুরুত্ব দিতে ওয়ার্কপ্লেস অ্যাপটি বন্ধ করে দিচ্ছে ফেসবুকের মালিকানা কোম্পানি মেটা।
২০২৬ সালের জুনে পুরোপুরি বন্ধ হবে ওয়ার্কপ্লেস। তবে মেটা এটিকে অভ্যন্তরীণ বার্তাপ্রেরণ বোর্ড হিসেবে ব্যবহার করার সুযোগ দেবে।

আর আগামী বছরের আগস্ট পর্যন্ত নতুন ব্যবহারকারীরা এটি অ্যাক্সেস করতে পারবেন।
মেটার একজন মুখপাত্র বলেন, “আমরা এআই এবং মেটাভার্স প্রযুক্তি তৈরিতে অধিক নজর দিতে ওয়ার্কপ্লেস বন্ধ করছি। আমরা বিশ্বাস করি যে আমাদের কাজ করার পদ্ধতিটি মৌলিকভাবে নতুন রূপ দেবে। আগামী দুই বছরে, আমরা আমাদের ওয়ার্কপ্লেস ব্যবহারকারীরা জুমে ওয়ার্কভিভোতে মাইগ্রেট হওয়ার সুযোগ পাবেন।
” সূত্র, ডিজিনেট

news24bd.tv/ডিডি