ঈদের আগে পূর্ণ বেতন-ভাতা পাবে পোশাক শ্রমিকরা : প্রতিমন্ত্রী

ফাইল ছবি

ঈদের আগে পূর্ণ বেতন-ভাতা পাবে পোশাক শ্রমিকরা : প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

কোরবানি ঈদে আগেই তৈরি পোশাক খাতের শ্রমিকদের মে মাসের পূর্ণাঙ্গ বেতন ও উৎসব ভাতা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী।

বুধবার সকালে রাজধানীর বিজয় নগর শ্রমভবন সম্মেলন কক্ষে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের বৈঠকের পর এ কথা জানান তিনি। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সভাপতিত্বে ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়।

বৈঠকে বিজিএমইএ, বিকেএমইএসহ ইমপ্লোয়ারর্স ফেডারেশনের প্রতিনিধিরা অংশ নেন।

এছাড়াও শ্রমিক প্রতিনিধি হিসেবে ৬টি শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।

এসময় তৈরি পোশাক খাতের শ্রমিকদের নানা সুবিধা অসুবিধা তুলে ধরেন নেতারা। পরে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান, আসছে কোরবানি ঈদের আগেই মে মাসের পূর্ণাঙ্গ বেতন ও উৎসব ভাতা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন শিল্প মালিকরা।

এছাড়াও কোরবানি ঈদের ছুটির আগে মহাসড়কের যানজট এড়াতে এবার তৈরি পোশাক কারখানাগুলো সমন্বিতভাবে ছুটি দেয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাপতিত্বে ছুটি তালিকা তৈরি করা হবে বলেও জানান তিনি।

এছাড়া মূল্যস্ফীতির চাপে কষ্টে থাকা শ্রমিকদের জন্য টিসিবির ফ্যামিলি কার্ডের আওতায় আনার দাবি জানানো হলে তা বাস্তবায়নের আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

news24bd.tv/FA