বইছে মৃদু তাপপ্রবাহ, ৪০ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রা

বইছে মৃদু তাপপ্রবাহ, ৪০ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রা

বইছে মৃদু তাপপ্রবাহ, ৪০ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রা

অনলাইন ডেস্ক

দেশের চার বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে, আগামী আরও তিন থেকে চারদিন এই অবস্থা থাকবে। এরপর থেকে ফের বৃষ্টি শুরু হতে পারে।  আজ বুধবার আবহাওয়াবিদ আব্দুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

আব্দুর রহমান বলেন, রাজশাহী, রংপুর, খুলনা ও সিলেট বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এই মৃদু তাপপ্রবাহ    ১৮ মে পর্যন্ত থাকতে পারে। এরপর সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

তবে ১৭ মে থেকে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

 

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে বলা হয়েছে, চলমান মৃদু তাপপ্রবাহের সময় রাজশাহী-পাবনার দুয়েক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াতে পারে।

আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।  

বুধবার ও বৃহস্পতিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। শুক্রবার (১৭) তারিখে দিন ও রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আর বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

news24bd.tv/aa