চীনে পৌঁছেছেন ভ্লাদিমির পুতিন

চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

চীনে পৌঁছেছেন ভ্লাদিমির পুতিন

অনলাইন ডেস্ক

রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (১৬ মে) সকালে তিনি চীনে অবতরণ করেন। তার এই সফরের মধ্য দিয়ে রাশিয়া ও চীনের মাঝে কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্সের।

পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সফরের গন্তব্য হিসেবে প্রথমেই চীনকে বাছাই করার মাধ্যমে পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে নিজের সম্পর্কের গভীরতা সম্পর্কে বিশ্ববাসীকে বার্তা দিচ্ছেন।

বার্তা সংস্থা শিনহুয়ার সাথে এক সাক্ষাৎকারে পুতিন জাতীয় স্বার্থ এবং পারস্পরিক বিশ্বাসের ওপরে ভিত্তি করে কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার জন্য শি জিনপিংকে ধন্যবাদ জানান। তিনি বলেন, শিল্প, মহাকাশ বিজ্ঞান, কৃত্তিম বুদ্ধিমত্তার মতো ক্ষেত্রগুলোতে আমরা পারস্পরিক সহযোগিতার মাত্রা আরও বৃদ্ধি করবো।

রাশিয়া ও চীনের মাঝে কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে পুতিন ও শি একটি সান্ধ্যকালীন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

১৯৪৯ সালে মাও সেতুং নতুন চীনের ঘোষণা দিলে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তাকে স্বীকৃতি দেয়।

চীন এবং রাশিয়াকে নিজেদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি বলে মনে করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের মতে, একবিংশ শতাব্দীর পরিচয় নির্ধারিত হবে গণতন্ত্র ও স্বৈরতন্ত্রের মাঝে অস্তিত্বের লড়াই দিয়ে।

news24bd.tv/ab