মালয়েশিয়ায় ১১ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ১১ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ায় ৫৫ অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। যার মধ্যে রয়েছেন ১১ বাংলাদেশি। দেশটির সেরেম্বান ও নিলাই শহরে দুইদিন অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গতকাল বুধবার (১৫ মে) নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন ডিরেক্টর কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, মঙ্গলবার পর্যন্ত দুই দিনে ২৭টি এলাকায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০০ জন অভিবাসীর নথিপত্র যাচাইয়ের পর তাদের মধ্য থেকে আইন ভাঙার জন্য অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে ১১ বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ার ৩০, ভিয়েনতনামের ৬, মিয়ানমার ও পাকিস্তানের দুইজনসহ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন।

বিবৃতিতে ইমিগ্রেশন ডিরেক্টর আরও জানান, আটকদের মধ্যে ১০ জন নারী এবং এক বছরের শিশুও রয়েছে।

অভিযানের সময় পাঁচজন ইন্দোনেশিয়ান পালানোর চেষ্টা করলেও পুলিশের অল্প ধাওয়াতেই তারা ধরা পড়েন। আটকদের বয়স এক বছর থেকে ৫১ বছরের মধ্যে।

আটকদের বিরুদ্ধে অধিকতর তদন্তের জন্য লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানান নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন ডিরেক্টর কেনিথ তান।

news24bd.tv/SHS 

এই রকম আরও টপিক