কানাডায় প্রবাসী শিশু-কিশোরদের নিয়ে ফ্যাশন শো ও সংগীত সন্ধ্যা

কানাডায় প্রবাসী শিশু-কিশোরদের নিয়ে ফ্যাশন শো ও সংগীত সন্ধ্যা

লায়লা নুসরাত, কানাডা প্রতিনিধি

বাঙালি সংস্কৃতিকে হৃদয় ধারণ করে কানাডার ক্যালগেরির রকি রিজের শেন হোম বিএমও সেন্টারের ওয়াই এম সিয়ে ক্রিয়েটিভ থিংকিং স্কুলের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিশু-কিশোরদের নি‌য়ে আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে ফ্যাশন শো। এতে অংশ নেবেন ক্যালগেরির প্রবাসী বাঙালি কমিউনিটির অর্ধশত শিশু-কিশোর, তরুণ ও তাদের অভিভাবকরা।

আগামী ১৯ মে (রোববার) হতে যাওয়া এ অনুষ্ঠান নিয়ে ক্রিয়েটিভ থিংকিং স্কু‌লের প‌রিচালক ফা‌হিমা মুস্তান‌জিদ মৌ‌লি গনমাধ্যমকে ব‌লেছেন, বাংলা‌দে‌শে সংস্কৃতি ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের শিশু কি‌শোর‌দের মাঝে ছড়িয়ে দেয়ার ল‌ক্ষ্যে আমাদের এই আয়োজন। একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শিশুদের কাছে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেয়ার পাশাপা‌শি তু‌লে ধরা হ‌বে কানাডার সংস্কৃতিও ।

তি‌নি আরও ব‌লেন, দিনব্যাপী আয়োজনটি‌তে দুটি গ্রু‌পে অংশগ্রহণ কর‌বে ৬ থে‌কে ৮ বছর বয়সী শিশু ও ৯ থে‌কে ১২ বছর বয়সী কি‌শোররা।

ক্রিয়েটিভ থিংকিং স্কু‌লের ফ্যাসিলিটেটর রুশদা রুবাইয়া ও মুরাদ আনসারী ব‌লেন, আগামী প্রজন্মের কাছে আমা‌দের প্রিয় দেশটাকে তুলে ধরতে এই ফ্যাশন শো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি। শুধু সংস্কৃতিকেই নয় ,অনুষ্ঠা‌নে তু‌লে ধরা হ‌বে আমাদের গৌরব উজ্জ্বল স্বাধীনতার ইতিহাস।

অনুষ্ঠানে বিদেশিরাও অংশ গ্রহণ করবে।

এছাড়াও সংগীত শিল্পী এস আই টুটুল সংগীত পরিবেশনের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখবেন।

উল্লেখ্য, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য এবং কানাডিয়ান সংস্কৃতির মধ্যে সেতু বন্ধন তৈরি হবে বলে মনে করছেন আয়োজকরা।

news24bd.tv/SHS 

এই রকম আরও টপিক