চাঁদ থেকে আনা নমুনা পরীক্ষায় চীনকে সহায়তা করবে না বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মার্কিন কংগ্রেসের নিষেধাজ্ঞা থাকায় সংস্থাটি এ সিদ্ধান্ত জানিয়েছে। চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ২০২০ সালে চালু হওয়া চীনের চন্দ্র মিশন চ্যাংই-৫ এর মাধ্যমে চাঁদ থেকে আনা নমুনা পরীক্ষার জন্য নাসার গবেষক নিউইয়র্ক স্টোনি ব্রোক ইউনিভার্সিটির বিজ্ঞানী টিমোথি গ্লোচকে নির্ধারণ করেছে চীনের মহাকাশ সংস্থা (সিএনএসএ)। কিন্তু নাসা জানিয়েছে, মার্কিন কংগ্রেসের নিষেধাজ্ঞা থাকায় চীনের চ্যাংই-৫ মিশনের মাধ্যমে আনা ওই নমুনা গবেষণার জন্য টিমোথি গ্লোচকে কোনো সহায়তা করতে পারবে না নাসা । এমনিতেই নাসা তার গবেষকদের জন্য যাতায়াত ব্যবস্থাসহ নানা সহায়তা করে থাকে। গ্লোচ বলেন, আমরা আশা করেছিলাম আমেরিকার আ্যপোলো চন্দযান থেকে আনা চাঁদের নমুনার...
চাঁদের নমুনা পরীক্ষায় চীনকে সহায়তা করবে না নাসা
অনলাইন ডেস্ক

২৭ রাজ্যে ভারতের সামরিক মহড়া, চলছে কী?
অনলাইন ডেস্ক

ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার ঘটনার পর পাকিস্তানের সঙ্গে চলছে ভারতের টানটান উত্তেজনা। এই উত্তেজনার মধ্যে উদ্ভূত হুমকির কারণে ২৭টি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের ২৪৪টি জেলায় মক ড্রিল বা সামরিক মহড়ার নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার (৭ মে) এটি অনুষ্ঠিত হবে। কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যকে দেওয়া নির্দেশনায় বলা হয়, পাকিস্তানের সম্ভাব্য হামলা বা আক্রমণের পূর্বপ্রস্তুতি হিসেবে এই মক ড্রিল করানোর কথা বলা হয়েছে। মক ড্রিল অনুষ্ঠিত হবে এমন রাজ্যগুলোর মধ্যে রয়েছে সীমান্তবর্তী রাজ্য জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, হিমাচল প্রদেশ এবং গুজরাট। এই মহড়াগুলোতে সাধারণ নাগরিক এবং ছাত্র-ছাত্রীরা অংশ নেবেন। কেন্দ্রের নির্দেশনায়...
ভারতের যে সিদ্ধান্তে বিপাকে পড়েছে পাকিস্তান
অনলাইন ডেস্ক

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলায় ২৬ জনের মৃত্যুর ঘটনায় শুরু থেকেই পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। তবে, অভিযোগ অস্বীকার করে বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দিয়ে আসছে ইসলামাবাদ। তারপরেও কোনো প্রমাণ ছাড়াই হামলার জন্য পাকিস্তানকেই দায়ী করে আসছে ভারত। এ নিয়ে দিল্লির কিছু পদক্ষেপে উত্তেজনা বেড়েই চলেছে। যার মধ্যে রয়েছে সিন্ধু পানি চুক্তি (আইডব্লিউটি) স্থগিত। এ অবস্থার মধ্যে প্রথমবারের মতো জম্মু-কাশ্মীরের বাগলিহার ও সালাল বাঁধ থেকে হঠাৎ করে চেনাব নদীতে পানি ছেড়েছে ভারত। সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। রিজার্ভার ফ্ল্যাশিং নামে পরিচিত এই প্রক্রিয়াটি প্রতিবছর বর্ষাকালে চালু করা হলেও এবার অনেক আগেই নিয়ম ভেঙে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, নিয়ম অনুযায়ী...
পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় ৭ সেনা নিহত
অনলাইন ডেস্ক

পাকিস্তানের বালুচিস্তানের কাচ্ছি জেলার মাচ এলাকায় ভয়াবহ বোমা হামলায় সেনাবাহিনীর ৭ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ মে) সেনাবাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের মাধ্যমে এ হামলা চালানো হয় বলে জানায় দেশটির গণমাধ্যম সামা নিউজ। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলার পেছনে নিষিদ্ধঘোষিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) দায়ী, যাদের ভারতীয় মদদপুষ্ট বলে দাবি করা হয়েছে। হামলার পরপরই সেনাবাহিনী ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে। আইএসপিআর জানিয়েছে, এই কাপুরুষোচিত ও ঘৃণ্য হামলার দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে। বালুচিস্তানের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো প্রচেষ্টা ব্যর্থ করা হবে। বিবৃতিতে আরও বলা হয়, ভারত ও তাদের দেশীয়...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর