টেকনাফে বিজিবির তাড়া খেয়ে দুই কেজি আইস ফেলে পালালেন পাচারকারী

সংগৃহীত ছবি

টেকনাফে বিজিবির তাড়া খেয়ে দুই কেজি আইস ফেলে পালালেন পাচারকারী

অনলাইন ডেস্ক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় মেরিন ড্রাইভ সড়কে বিজিবির ধাওয়া খেয়ে দুই কেজির বেশি ক্রিস্টাল মেথ (আইস) ফেলে পালিয়েছেন এক পাচারকারী। বৃহস্পতিবার (১৬ মে) রাত পৌনে ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন বিজিবির টেকনাফ ২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে লম্বরী ঘাট এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবর পায় বিজিবি।

এতে বিজিবির সদস্যরা একাধিক দলে ভাগ হয়ে ওই এলাকায় অভিযান শুরু করেন। একপর্যায়ে রাত পৌনে ১১টার দিকে সমুদ্র সৈকতের দিক থেকে আসা সন্দেহজনক এক ব্যক্তিকে মেরিন ড্রাইভ সড়কের ওপর দেখতে পেয়ে থামতে বলে বিজিবি। কিন্তু লোকটি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় বিজিবি সদস্যরা ধাওয়া দিলে লোকটি একটি ব্যাগ ফেলে পালিয়ে যান।
পরে ওই ব্যাগটি খুলে তাতে দুই কেজি ৪৫ গ্রাম ক্রিস্টাল মেথ পাওয়া যায়।

তিনি আরও জানান, ভয়ঙ্কর এ মাদকদ্রব্য পাচারকারীকে চিহ্নিত করার চেষ্টা চলছে। উদ্ধার করা মাদকের চালান বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে মজুদ রয়েছে।

news24bd.tv/DHL