কুয়েতে চলছে বাংলাদেশি চারুকলা প্রদর্শনী

সংগৃহীত ছবি

কুয়েতে চলছে বাংলাদেশি চারুকলা প্রদর্শনী

অনলাইন ডেস্ক

দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে কুয়েতে চলছে চার দিনব্যাপী বাংলাদেশের শিল্প প্রদর্শনী। স্থানীয় সময় বুধবার বিকেলে কুয়েতের হাওয়ালিতে শুরু হওয়া এ প্রদর্শনীর যৌথ আয়োজক কুয়েতে বাংলাদেশ দূতাবাস ও কুয়েত আর্টস অ্যাসোসিয়েশন। প্রদর্শনী চলবে ১৮ মে পর্যন্ত।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আশিকুজ্জামান এবং কুয়েত আর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল রাসুল সালমান এ প্রদর্শনী উদ্বোধন করেন।

বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কুয়েত আর্টস অ্যাসোসিয়েশনের সদস্য, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে দুই বাংলাদেশি শিল্পীর আঁকা শতাধিক চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। এছাড়া কুয়েত আর্টস অ্যাসোসিয়েশনের সদস্যদের আঁকা চিত্রকর্মও এতে স্থান পেয়েছে।

আয়োজকরা জানান, বাংলাদেশ ও কুয়েতের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করছে বাংলাদেশ।

দুই দেশের সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য বাংলাদেশ দূতাবাস চলতি বছরজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করার পরিকল্পনা করেছে। এবারের চারুকলা প্রদর্শনী তারই একটি অংশ।

news24bd.tv/DHL