উড়ে এসে কেউ উপদেশ দিলে তাতে দেশের উন্নয়ন হবে না: প্রধানমন্ত্রী 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উড়ে এসে কেউ উপদেশ দিলে তাতে দেশের উন্নয়ন হবে না: প্রধানমন্ত্রী 

জয়দেব দাশ

শত প্রতিকূলতার মধ্যেও মনোবল শক্ত রেখে দেশের অর্থনীতিকে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, হুট করে উড়ে এসে কেউ উপদেশ দিলে তাতে দেশের উন্নয়ন হবে না।  

শুক্রবার (১৭ মে) রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন মিলনায়তনে অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অর্থনীতি সমিতির এ সম্মেলন।

 

দেশের উন্নয়নে অর্থনীতিবিদদের মেধা, বিবেক ও অর্জিত অভিজ্ঞতার সর্বোচ্চ প্রয়োগ ঘটানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কিছু মানুষকে সুযোগ সুবিধা দিতে জিয়ার আমল থেকেই খেলাপি ঋণের সংস্কৃতি তৈরি হয়েছিল। ’ 

ছয় বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার অভিজ্ঞতা বর্ণনা করে শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষই একমাত্র প্রেরণার শক্তি। ’ 
 
সম্মেলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শূন্য হাতে যাত্রা শুরু করেও জাতির পিতা যুদ্ধবিধ্বস্ত দেশকে এগিয়ে নিয়েছেন।

সরকারপ্রধান বলেন, ৭৫ এর পর মানুষের মাথাপিছু আয় কমেছে।

গণতন্ত্র ও গণতান্ত্রিক ধারা ও বলিষ্ঠ নেতৃত্ব ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। ক্ষমতা দখলকারীরা দেশ ও দেশের মানুষের জন্য কাজ না করে ভোগেই ব্যস্ত ছিল।  

করোনা মোকাবিলা করে মূল্যস্ফীতি কমিয়ে দেশের অর্থনীতিকে শক্ত অবস্থানে ধরে রাখতে সক্ষম হলেও যুদ্ধ, নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার কারণে অর্থনীতিতে ধাক্কা এসেছে।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। জনপ্রিয়তা ধরে রেখেই দেশকে এগিয়ে নিতে হবে।

বাংলাদেশ কখনো কারো কাছে ভিক্ষা করে নয়, করুণা করে নয়, মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে চলবে। সেই ব্রত নিয়েই কাজ করে যাচ্ছেন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
news24bd.tv/আইএএম