মুরগির দাম কমলো

সংগৃহীত ছবি

মুরগির দাম কমলো

অনলাইন ডেস্ক

রাজধানীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে সব ধরনের মুরগির দাম কিছুটা কমেছে। ব্রয়লার কেজিতে ২০ টাকা এবং সোনালি মুরগি ৫০ টাকা কমে ২০০ ও ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

শুক্রবার (১৭ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শুক্রবার ব্রয়লার মুরগি ২০০ থেকে ২১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ২৩০ টাকা থেকে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

অন্যদিকে সোনালি ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ৪০০ টাকা দরে বিক্রি হয়েছে। সোনালি হাইব্রিড ৩৩০ টাকা, দেশি মুরগি ৬৫০ থেকে ৬৮০ টাকা কেজি, লেয়ার মুরগি ৩৪০ টাকা এবং সাদা লেয়ার ৩১০ টাকা দরে বিক্রি হচ্ছে।

শেওড়াপাড়ার অলি মিয়ার বাজারের মুরগি ব্যবসায়ী মো রাকিব বলেন, দুইদিন আগেও ব্রয়লার ২৩০ টাকা এবং সোনালি ৩৮০ টাকা দরে বিক্রি করেছি।

আজ ব্রয়লারের দাম কেজিতে ২০ টাকা কমেছে।

এদিকে গরুর মাংস কেজি প্রতি ৬৫০ থেকে ৭৫০ টাকা, গরুর কলিজা ৭৫০ টাকা, গরুর মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৩৫০ থেকে ৪০০ টাকা এবং খাসির মাংস কেজি প্রতি ১০৫০-১১০০ টাকায় বিক্রি হচ্ছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক