‘বাংলাদেশের নির্বাচন ইস্যুতে নিজেদের অবস্থানে অনড় যুক্তরাষ্ট্র’

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন আবদুল মঈন খান

‘বাংলাদেশের নির্বাচন ইস্যুতে নিজেদের অবস্থানে অনড় যুক্তরাষ্ট্র’

অনলাইন ডেস্ক

দেশের নির্বাচন ইস্যুতে আমেরিকা আগের অবস্থান থেকে একচুলও নড়েনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। শুক্রবার (১৭ মে) বিকেলে রাজধানীর ডেমরায় সদ্য কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবীকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

মঈন খান বলেন, মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সরকারের বৈঠকে সব সমস্যার সমাধান হয়ে গেছে— এমন ধারণা ভুল। একদিকে ক্ষমতাসীনরা আমেরিকার সমালোচনা করছে, আরেকদিকে পেছনে পেছনে ঘুরছে।

 

তিনি অভিযোগ করেন, সরকারের সুবিধাভোগীদের লুটপাটের কারণে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে। নিজেদের দুর্বলতা ঢাকাতে মিথ্যা তথ্য দিচ্ছে সরকার।  

তার দাবি, বর্তমান সরকার জনভিত্তিহীন। দেশের  ৯৫ শতাংশ মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে।

নিজেদের অন্যায় অবস্থান ধরে রাখতে বিএনপি নেতাকর্মীদের ওপর নিপীড়ন চালাচ্ছে।  

সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে মন্তব্য করে মঈন খান বলেন, ভবিষ্যতই বলে দিবে সরকারের পরিণতি কী হবে।
news24bd.tv/আইএএম