ইসরায়েলকে বোমা দিতে মার্কিন প্রতিনিধি পরিষদে বিল পাস

ইসরায়েলকে বোমা দিতে মার্কিন প্রতিনিধি পরিষদে বিল পাস

অনলাইন ডেস্ক

গাজার রাফায় হামলা চালানোর লক্ষ্যে ইসরায়েলকে বোমা দিতে মার্কিন প্রতিনিধি পরিষদে একটি বিল পাস হয়েছে। তবে বিলটি চূড়ান্ত হবে সিনেটে।  

রাফায় হামলা চালানোর জন্য ইসরায়েলকে তিন হাজার বোমা পাঠানো স্থিগিত করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। তাই, ধারণা করা হচ্ছে সিনেটে যেহেতু ডেমোক্র্যাট সদস্য বেশি, তাই সেখানে বিলটি আটকে যেতে পারে।

 বাইডেন নিজেও বলেছেন, তিনি এই বিলে ভেটো দেবেন। সাড়ে তিন হাজার বোমার মধ্যে দুই হাজার ও ৫০০ পাউন্ডের বোমা ছিল।

মার্কিন প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যা বেশি। বিল পাসের ভোটাভুটিতে ১৬ জন ডেমোক্র্যাটও রিপাবলিকানদের পক্ষ নিয়েছেন।

ফলে বিলটি ২২৪-১৮৭ ভোটে পাস হয়। ১৩ জন ভোট দেননি।

এদিকে রাফায় এখন প্রায় ১০ লাখের মতো মানুষ বাস করছে। গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালালে এক হাজার ১৭০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়।

সূত্র: ডয়চে ভেলে 

news24bd.tv/আইএএম