জাপানের তোশিবার ৪০০০ কর্মী চাকরি হারাচ্ছেন  

তোশিবার প্রধান অফিস।

জাপানের তোশিবার ৪০০০ কর্মী চাকরি হারাচ্ছেন  

অনলাইন ডেস্ক

জাপানের তোশিবা কোম্পানির মালিকানায় পরিবর্তন এসেছে সম্প্রতি। কোম্পানির পুনর্গঠনকে ত্বরান্বিত করতে জাপানের তোশিবা তাদের চার হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। নতুন মালিকানা কনসোর্টিয়াম তোশিবার বাজারে পুনরায় সুপ্রতিষ্ঠিত করতে কাজ করছে। আর এজন্য কোম্পানির স্থানীয় কর্মশক্তির প্রায় ৬ শতাংশ ছাঁটাই করা হচ্ছে।

কোম্পানিটি জানিয়েছে, তারা তাদের দাপ্তরিক কার্যাবলী কেন্দ্রীয় টোকিও থেকে রাজধানীর পশ্চিমে কাওয়াসাকিতে স্থানান্তরিত করবে এবং আগামী তিন বছরে ১০ শতাংশ অপারেটিং লাভ মার্জিনের লক্ষ্য নিয়ে কাজ করবে। খবর রয়টার্স।
এক দশকের কেলেঙ্কারি ও অস্থিরতাকে কাটিয়ে ১৩ বিলিয়ন ডলারে প্রাইভেট ইক্যুইটি ফার্ম জাপান ইন্ডাস্ট্রিয়াল পার্টনারস (জেআইপি) এর নেতৃত্বে একটি কনসোর্টিয়াম তোশিবাকে অধিগ্রহণ করে। গত ডিসেম্বরে কোম্পানিটি বাজার তালিকা থেকে বাদ পড়ে।
খবর রয়টার্স ও ডিজিনেট।  

news24bd.tv/ ডিডি
 

এই রকম আরও টপিক