কিডনি সংযোজনসহ রোবটিক সার্জারি চালু করবে 'আকু'

সংগৃহীত ছবি

কিডনি সংযোজনসহ রোবটিক সার্জারি চালু করবে 'আকু'

নিউজ টোয়েন্টিফোর হেলথ

নতুন আঙ্গিকে যাত্রা করলো ঢাকার শ্যামলীতে অবস্থিত কিডনি ও ইউরোলজি চিকিৎসার বিশেষায়িত হাসপাতাল অ্যাডভান্সড সেন্টার অব কিডনি অ্যান্ড ইউরোলজি (আকু)। ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের বিশেষায়িত এই সেন্টারটি শ্যামলীর রিংরোডে এবার বর্ধিত পরিসরে নিজস্ব ভবনে স্থানান্তরিত হল। এ উপলক্ষে শনিবার (১৮ মে) আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের।

ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান আব্দুল হাই চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এডভান্স সেন্টার অফ কিডনি এন্ড ইউরোলজির (আকু) চেয়ারম্যান অধ্যাপক ডা. সোহরাব হোসেন সৌরভ, অধ্যাপক ডা. ফজল নাসের, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. এবিএম আব্দুল মতিন, ডা. রোক্সানা আফরোজ, ডা. মমিনুল হায়দার, আবুল কালাম মজুমদার প্রমুখ।

অধ্যাপক ডা. সোহরাব হোসেন সৌরভ বলেন, কম খরচে কিডনি ও ইউরোলজির উন্নত চিকিৎসা সেবা দেয়ার প্রত্যাশা নিয়েই যাত্রা শুরু করেছিল আকু। ইতিমধ্যে আমরা যথেষ্ট সফলতা অর্জন করেছি। আমরা আশা করছি, শিগগিরই এখানে কিডনি সংযোজনসহ রোবটিক সার্জারি চালু করতে পারবো। এ ব্যাপারে আমাদের প্রচেষ্টা চলছে।

অধ্যাপক ডা. ফজল নাসের বলেন, বিশেষায়িত এই সেন্টারটিতে রয়েছে দেশ সেরা বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে কিডনি ও ইউরোলজি চিকিৎসার প্রায় সব ধরণের সর্বাধুনিক যন্ত্রপাতি। আমরা হাজার হাজার জটিল অপারেশন সাফল্যের সঙ্গে এখানে সম্পন্ন করেছি। আমরা আরো অনেক দূর যেতে চাই।

 

হাসপাতালের চেয়ারম্যান আব্দুল হাই চৌধুরী বলেন, সাধারণ মানুষের নাগালের মধ্যে কম খরচে চিকিৎসা দিতে আমরা বরাবরই নিবেদিত। ভবিষ্যতে এখানে আরও উন্নত যন্ত্রপাতি সংযোজন করব।

 

উল্লেখ্য, ‘ACKU Cares Your Kidney’ স্লোগানকে ধারণ করে ২০১৬ সালে আকুর যাত্রা শুরু হয়। এসংক্রান্ত চিকিৎসাসেবায় ইতিমধ্যে তারা বিশেষ আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

news24/health 

 

এই রকম আরও টপিক