কিরগিজস্তানে সহিংসতায় বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সতর্কতা জারি

কিরগিজস্তানের রাজধানী বিশকেক।

কিরগিজস্তানে সহিংসতায় বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সতর্কতা জারি

অনলাইন ডেস্ক

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সম্প্রতি সংঘটিত সহিংসতাকে কেন্দ্র করে দেশটিতে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সতর্কতা জারি করেছে উজবেকিস্তানে অবস্থিত বাংলাদেশি দূতাবাস। শনিবার (১৮ মে) উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার মো. নাজমুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস কিরগিজস্তানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে। দেশটিতে সংঘটিত সহিংসতাকে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে এনেছে, এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত দেশটিতে বিদ্যমান বাংলাদেশি শিক্ষার্থীদের ঘর থেকে বের না হতে নির্দেশনা দেয়া যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে মিনিস্টার নাজমুল আলমের মোবাইল নাম্বার (+998930009780) উল্লেখ করে জরুরি প্রয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের তার সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

news24bd.tv/ab