প্যারিসে জুয়েলার্স থেকে গয়না নিয়ে মোটরবাইকে পালাল ডাকাতদল

সংগৃহীত ছবি

প্যারিসে জুয়েলার্স থেকে গয়না নিয়ে মোটরবাইকে পালাল ডাকাতদল

অনলাইন ডেস্ক

একদল সশস্ত্র ডাকাত শনিবার প্যারিসের বিশ্ববিখ্যাত চ্যাম্পস এলিসিস এভিনিউয়ের কাছে একটি অভিজাত দোকান থেকে গয়না ছিনিয়ে নিয়ে মোটরবাইকে করে পালিয়ে যায়। পুলিশ সূত্রের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মামলার সঙ্গে পরিচিত একটি পুলিশ সূত্র জানিয়েছে, এভিনিউ মন্টেইগনে দোকানের বাইরে গুলির শব্দ শোনা গেছে। স্থানীয় সময় সকাল পৌনে ১২টায় ডাকাতির ঘটনা ঘটে।

গুলি সতর্কতামূলক ছিল। এতে কেউ আহত হয়নি। এ ঘটনার তদন্ত চলছে বলে প্যারিসের কৌঁসুলিরা জানিয়েছেন। সূত্র আরো বলেছে, ডাকাতি হওয়া গয়নার সঠিক মূল্য জানতে ‘কয়েক দিন’ সময় লাগতে পারে।

এএফপির তথ্য অনুসারে, ২০০৭ এবং ২০০৮ সালে ওই জুয়েলার্সে দুটি পৃথক ডাকাতির ঘটনা ঘটে। সেই বড় ডাকাতির ঘটনায় মোট ৭৮.৯ মিলিয়ন ডলার (বর্তমান মূল্যে ৮৬ মিলিয়ন ডলার) মূল্যের ৯০০টি আইটেম লুট হয়েছিল। প্যারিসের একটি আদালত ২০১৫ সালে আটজনকে ডাকাতির অভিযোগে ৯ মাস থেকে ১৫৫ বছর পর্যন্ত কারাদণ্ডের শাস্তি দিয়েছিলেন। কিন্তু অত্যন্ত সংগঠিত বন্দুকধারীরা উত্তর ফ্রান্সের একটি কারাগারের গাড়িবহর থেকে একজন আসামিকে মুক্ত করে এবং দুই প্রহরীকে হত্যা করে।

news24bd.tv/DHL