দ্বিতীয় ধাপে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট হবে : ইসি আলমগীর

দ্বিতীয় ধাপে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট হবে : ইসি আলমগীর

আরেফিন শাকিল

দ্বিতীয় ধাপে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট হবে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। রোববার (১৯ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের সার্বিক বিষয়ে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

প্রথম ধাপের চাইতে দ্বিতীয় ধাপে বেশি ভোট কাস্টিং হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, গণতান্ত্রিক অধিকার থাকায় শান্তিপূর্ণভাবে ভোট বর্জনের আহ্বান জানাতে পারে বিএনপি।

সেটি তাদের রাজনৈতিক অধিকার। তবে তারা সহিংসতা করতে পারবে না।

বিএনপির দাবি মেটানোর ক্ষমতা ইসির নেই, এটা সংসদের বিষয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশনার আরও বলেন, ভারতে সব দল অংশগ্রহণ করলেও ৬০ শতাংশের বেশি ভোট কাস্টিং হচ্ছে না।

সুতরাং ভোট কম পড়ার জন্য অনেক ফ্যাক্টর কাজ করে। বড় রাজনৈতিক দল ভোটে না থাকার বড় ফ্যাক্টর।  

হলফনামায় ভুল তথ্য দিলে ইসি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার ক্ষমতা নেই বলেও জানান তিনি।

news24bd.tv/TR