অসুস্থ সৌদি বাদশাহর  স্বাস্থ্য পরীক্ষা আজ

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ

অসুস্থ সৌদি বাদশাহর  স্বাস্থ্য পরীক্ষা আজ

অনলাইন ডেস্ক

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ অসুস্থ । প্রচণ্ড জ্বর ও শরীর ব্যথায় ভুগছেন । আজ রোববার জেদ্দার রাজপ্রাসাদের ভেতর অবস্থিত রয়্যাল ক্লিনিকেই  তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
সৌদির রয়্যাল কোর্ট জানিয়েছে, বাদশার অসুস্থতার লক্ষণের মধ্যে রয়েছে উচ্চ তাপমাত্রা এবং শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা।


এর আগে সৌদি বাদশাহকে গত মাসে রুটিন চেক আপের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২০২২ সালের মে মাসে সৌদি বাদশাহকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে কোলনোস্কোপি করা করার পর ‘ফলাফল ভালো ছিল’। ২০২০ সালের জুলাই মাসে প্রদাহের পরে পিত্তথলি অপসারণের জন্য বাদশাহর একটি সফল অস্ত্রোপচার হয়।

বাদশাহ সালমান ২০১৫ সাল থেকে সিংহাসনে রয়েছেন।
বাদশাহ গত সপ্তাহে জেদ্দায় মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেছিলেন। সেখানে তিনি এ বছরের হজের জন্য ২০ লাখেরও বেশি মুসলমান গ্রহণের জন্য সৌদি আরবের পরিকল্পনা পর্যালোচনা করেন।
তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান (৩৮) ২০১৭ সালে ক্রাউন প্রিন্স হিসেবে মনোনীত হন এবং প্রতিদিনের শাসক হিসেবে কাজ করছেন।

news24bd.tv/ডিডি