ই-কমার্স গ্রাহকরা বাকি টাকা ফেরত পাবেন: ভোক্তার ডিজি

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ.এইচ.এম. সফিকুজ্জামান

ই-কমার্স গ্রাহকরা বাকি টাকা ফেরত পাবেন: ভোক্তার ডিজি

অনলাইন ডেস্ক

বিভিন্ন ই-কমার্সে আটকে থাকা প্রায় ৫৩৫ কোটি টাকার মধ্যে ৪০৭ কোটি টাকা গ্রাহকে ফেরত দেওয়া হয়েছে। রোববার (১৯ মে) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ.এইচ.এম. সফিকুজ্জামান।

ই-কমার্স প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ নিষ্পত্তি এবং পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা অর্থ পরিশোধের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় অবশিষ্ট ১২৭ কোটি টাকা ফেরত দেওয়ার বিষয়ে একটি কমিটি গঠন করা হয়। ভোক্তা অধিকার মহাপরিচালক জানান, ওই কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বাকি অর্থ পরিশোধের ব্যাপারে প্রতিবেদন দেবে।

 

সফিকুজ্জামান বলেন, ই-অরেঞ্জ, ধামাকা, আনন্দ বাজার এই তিনটি ই-কমার্সে ফেরত দিতে না পারা ১২৭ কোটি টাকার প্রায় ৭০ শতাংশ আটকে আছে। সিআইডির কাছে মানি লন্ডারিংয়ের যে মামলাটি আছে সেটি দ্রুত আদালতে নিতে বলা হবে। পাশাপাশি যারা দেশের বাইরে আছে, মানি লন্ডারিংয়ের ঘটনা ঘটেছে এসব বিষয়ে কিভাবে দেশে ফিরিয়ে আনা যায়, সেসব ব্যাপারেও ভোক্তা অধিকার কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক।  

সংস্থাটির আশা, আগামী ৩০ জুনের মধ্যে সব জটিলতা নিরসনে পথ পাওয়া যাবে।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক