নড়াইলে নির্বাচনী সহিংসতায় আহত ৫

নড়াইলে নির্বাচনী সহিংসতায় আহত ৫

নড়াইল প্রতিনিধি

নড়াইলে উপজেলা নির্বাচনী সহিংসতায় ৫ জন আহত হয়েছে। রোববার (১৯ মে) রাত সাড়ে ৭টার দিকে নড়াইল সদর উপজেলার মাইজপাড়ায় এ ঘটনা ঘটে। এতে আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

সহিংসতার শিকার ভুক্তভোগীদের অভিযোগ, এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামের লিয়াকত মোল্যা পক্ষের সঙ্গে একই গ্রামের সরোয়ার মোল্যা পক্ষের মধ্যে অনেকদিন যাবত দ্বন্দ্ব চলে আসছে। আগামী ২১ মে হতে যাওয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিবাদমান দুই পক্ষ প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থীর পক্ষ নিলে উভয়পক্ষের মধ্যে বিরোধ তুঙ্গে উঠে।

চলমান এ বিরোধের এক পর্যায়ে রোববার রাতে মাইজপাড়া বাজারে লিয়াকত মোল্যার পক্ষ অতর্কিত হামলার শিকার হয়। সরোয়ার পক্ষের হুমায়ুনের নেতৃত্বে জান্নাত, রিয়াজ, নাইম, ওমর, মনিরুলসহ বেশ কয়েকজন হাতুড়ি, লোহার রড, লাঠিশোঠা নিয়ে লিয়াকত মোল্যার পক্ষের উপর চড়াও হয়ে এলোপাথাড়ি আঘাতে অন্তত ৫ জনকে আহত করে।

তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

news24bd.tv/SHS