জোরপূর্বক বিধবার জমি লিখে নেওয়ার অভিযোগ

জোরপূর্বক বিধবার জমি লিখে নেওয়ার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি

জোরপূর্বক জমি লিখে নেওয়া ও স্থাপনা নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

রোববার (১৯ মে) দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী এক পরিবার।

সম্মেলনে সদর উপজেলার পোতাহাটি গ্রামের মৃত দিলীপ কুমার দের স্ত্রী অলোকা রানী দে নামের এক নারী লিখিত বক্তব্যে বলেন, আমার স্বামী গত ২০২০ সালের ১৬ জানুয়ারি মারা যায়। আমার একটি ছেলে ও মেয়ে আছে।

আমার স্বামীর নামে ডাকবাংলা ত্রিমোহনী এলাকায় ১৬.৩৩ শতক জমি ছিল। ওই জমিতে আমি ও আমার সন্তান সমান অংশীদার।

তিনি অভিযোগ করে বলেন, ডাকবাংলা এলাকার ভুমিদস্যু ইসরাফিল শেখ আমার ছেলেকে ভুল বুঝিয়ে রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে প্রথমে ৪ শতক ও পরে আরো ৬ শতক জমি গত আগস্ট মাসে জোরপূর্বক রেজিস্ট্রি করে নেয়। আমার অংশের ৮ শতক জমির ওপর রাইস মিল ছিল।

তারা রাতের অন্ধকারে সেটি ভেঙে দেয় এবং সেখানে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করার চেষ্টা করে।

পরে তিনি আরও বলেন, আমি বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করি। পরে ভূমিদস্যু ইসরাফিল শেখ আমার ছেলে দীপঙ্করের বিরদ্ধে মিথ্যা ও হয়রানী মূলক মামলা করে। বেশ কিছুদিন ধরে ভূমিদস্যু ইসরাফিল শেখ আমাদেরকে হুমকি-ধমকি অব্যাহত রেখেছে। ভূমিদস্যুরা প্রভাবশালী হওয়ায় আমার দায়ের করা মামলাটির কোনো প্রতিকার পাচ্ছি না।

news24bd.tv/SHS  

এই রকম আরও টপিক