শুধুমাত্র ঢাকা শহরের রাস্তায় অটোরিকশা চলবে: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুধুমাত্র ঢাকা শহরের রাস্তায় অটোরিকশা চলবে: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধুমাত্র ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় অটোরিকশা চলাচলের অনুমতি দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওলামা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি  এই কথা বলেন।

মন্ত্রী বলেন, জীবন ও জীবিকার ব্যাপারে আমরা নতুন নীতিমালা নিয়ে আসছি। ইজিবাইক যখন এক্সিডেন্ট করে তখন সকল যাত্রী হতাহত হন, বড় গাড়ির কিছু হয় না।

তাই আমরা ২২টি মহাসড়কে ইজিবাইক নিষিদ্ধ করেছি। শুধুমাত্র দূর্মূল্যের বাজারে স্বল্প আয়ের মানুষের জীবন-জীবিকার কথা চিন্তা করে প্রধানমন্ত্রী ঢাকা শহরে অটোরিকশা চলাচলে অনুমতি দিয়েছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে নির্দেশনা দেওয়ার কথা জানিয়ে কাদের বলেন, বিআরটিএকে আমি অটোরিকশা চালকদের প্রতিনিধিদেরকে ডেকে কথা বলার জন্য বলেছি। ড্রাইভারদের ট্রেনিং, গাড়ির সাইজ একটা নিয়মের মধ্যে আনতে হবে।

এই ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কার্যকর ব্যবস্থা নিতে বিআরটিএকে বলা হয়েছে।

news24bd.tv/ab