‌‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক’ চালু করলো বাংলাদেশ

মো. মাহবুব হোসেন

‌‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক’ চালু করলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছেন, শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পুরস্কার দেবে সরকার। এ বিষয়ে কেবিনেটে সিদ্ধান্ত হয়েছে। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অবদান, মানবাধিকার, ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনে অবদানের স্বীকৃতি স্বরুপ এই পদক দেওয়া হবে প্রতি দুই বছর পর পর।

সোমবার (২০ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকের পরে দুপুরে সবিচালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব।

 

তিনি জানান, ২০২৫ সাল থেকে এই পদক দেওয়া শুরু হবে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের নাগরিক এই পদকের জন্য বিবেচিত হবেন। নোবেল বিজয়ী, বাংলাদেশে অবস্থিত দূতাবাসের প্রধানরা সংশ্লিষ্ট দেশের জন্য নামপ্রস্তাব করতে পারবেন।

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে কেবিনেট মিটিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাদের জীবন ও জীবিকার বিষয় উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।

তাদের জীবিকার ব্যবস্থা না করে এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি।  

তিনি বলেন, অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রী একটি নীতিমালা করার নির্দেশ দিয়েছেন। কোনো অবস্থায় মহাসড়কে যাওয়া যাবে না, অটোরিকশার জন্য সড়ক নির্দিষ্ট করে দেওয়া হবে।

news24bd.tv/আইএএম