ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

রাইসি

ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

অনলাইন ডেস্ক

রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে  দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে  হেলিকপ্টার বিধ্বস্ত হলে তারা নিহত হন।   সূত্র এএফপি ।
এ ঘটনায় বিশ্বনেতারা শোক প্রকাশ করেছেন। তারা শোকবার্তা পাঠিয়েছেন।

 রুশ প্রেসিডেন্ট পুতিন  বলেন, রাইসি রাশিয়ার বন্ধু ছিলেন। ইউক্রেন যুদ্ধে আমাদের পক্ষে ছিলেন। তার মৃত্যু একটি অপূরণীয় ক্ষতি।
চীনের প্রেসিডেন্টশি বলেন, ইরানের সঙ্গে আমাদের বানিজ্যিক সম্পর্ক রাইসির সময়ে ভাল ছিল।
রাইসি বিচক্ষণ বন্ধু ছিলেন।  
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন,, রাইসির মর্মান্তিক মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি বলেন , এ মৃত্যু বেদনাদায়ক। মেনে নিতে কষ্ট হচ্ছে।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন,   রাইসি আমার ভাই ছিলেন।  ইরানের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ জানাই।  
পাকিস্তানে এক দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, রাইসি মুসলিম বিশ্বের অভিভাবক ছিলেন।  
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেছেন, এই কঠিন সময়ে ইরানের সঙ্গে তিনি একাত্মতা প্রকাশ করছেন।

news24bd.tv/ডিডি
 

এই রকম আরও টপিক