ঝিনাইদহের দুই উপজেলায় ভোটগ্রহণ চলছে

ঝিনাইদহের দুই উপজেলায় ভোটগ্রহণ চলছে

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডু ও শৈলকুপা উপজেলায় দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত চলবে।

দ্বিতীয় ধাপের নির্বাচনে এ দুটি উপজেলায় চেয়ারম্যান পদে ৬, ভাইস চেয়ারম্যান পদে ১০ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

হরিণাকুন্ডু উপজেলায় ৭২টি ভোট কেন্দ্রে ১ লাখ ৬৭ হাজার ১শ ২৭ জন ভোটার ও শৈলকুপা উপজেলায় ১২১ টি ভোট কেন্দ্রে ৩ লাখ ১০ হাজার ৩শ ২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এই দুই উপজেলায় পুলিশের ৩৮টি মোবাইল টিম, ৬টি স্ট্রাইকিং ফোর্স, র‌্যাবের ৪টি টহল ও ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তাদের সাথে ৩১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: ঝালকাঠির দুই উপজেলায় দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু

এছাড়াও প্রতিটি কেন্দ্রে ৪ জন পুলিশ সদস্য ও ১৪ জন আসনার সদস্য দায়িত্ব পালন করছেন বলে জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায় জানিয়েছেন।

news24bd.tv/SC