দুর্নীতির বিরুদ্ধে যারা কথা বলছেন তাদের জেলে নেওয়া হচ্ছে: সালাম

দুর্নীতির বিরুদ্ধে যারা কথা বলছেন তাদের জেলে নেওয়া হচ্ছে: সালাম

অনলাইন ডেস্ক

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম বলেছেন, জীবিত থাকাকালে সাদেক হোসেন খোকাকেও অনেকবার কারাগারে নেয়া হয়েছিল। ইশরাক হোসেন তারই সুযোগ্য সন্তান, তাই তাকে জেলে নিয়ে থামানো যাবে না।

আজ মঙ্গলবার (২১ মে) বিএনপির আন্তর্জাাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন আব্দুস সালাম।

যারা বিএনপি করে তাদের প্রত্যেককে বুলেট আখ্যায়িত করে সালাম আরও বলেন, আজ যারা ব্যাংক জালিয়াতি করছে, যারা দেশে লুটপাট করছে সরকার তাদের জেলে নেয় না, অথচ যারা তাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, তাদের আজ জেলে নেয়া হচ্ছে।

এসময় বিচার বিভাগের সমালোচনা করে আব্দুস সালাম বলেন, হাইকোর্ট যে ইশরাক হোসেনকে জামিন দিয়েছেন, সেই ইশরাক হোসেনকে একই মামলায় নিম্ন আদালত জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন। সুতরাং এ থেকেই বোঝা যায়, এখানে বিচারের নামে কী প্রহসন চলছে।

ইশরাকের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এডভোকেট সামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, মো. মোহন, আব্দুস সাত্তার, মনির হোসেন, যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. কামরুজ্জামান দুলাল, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক পাভেল শিকাদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

news24bd.tv/SHS