যৌথভাবে কাজ করতে পারেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা: প্রদীপ রঞ্জন

প্রদীপ রঞ্জন চক্রবর্তী

যৌথভাবে কাজ করতে পারেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা: প্রদীপ রঞ্জন

অনলাইন ডেস্ক

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের  যৌথভাবে কাজ করার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন প্রদীপ রঞ্জন চক্রবর্তী। মঙ্গলবার (২১ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।  

একইসঙ্গে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে আরও কৌশলী ও দক্ষতা বৃদ্ধির তাগিদ দেন তিনি।  

সেমিনারে অংশগ্রহণকারী উদ্যোক্তারা কর ও ঋণবিষয়ক নানা জটিলতার অভিজ্ঞতা তুলে ধরেন প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সনসহ এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তাদের কাছে।

উত্থাপিত অভিযোগের প্রেক্ষাপটে উদ্যোক্তাবান্ধব কর ও ঋণ ব্যবস্থার জন্য করণীয় নির্ধারণে কাজ করার আশ্বাস দেন প্রদীপ রঞ্জন চক্রবর্তী।
news24bd.tv/আইএএম