তামিম বাদ, লিটনকে নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

তামিম বাদ, লিটনকে নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

তামিম বাদ, লিটনকে নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের অবস্থা ঝালিয়ে নিতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র সফরে গেছে বাংলাদেশ। আজ হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্র অধিনায়ক মায়াঙ্ক প্যাটেল।

এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ। ৪-১ ব্যবধানে জয় পাওয়া সে সিরিজের পঞ্চম ম্যাচের একাদশ থেকে আজকের ম্যাচে বাদ পড়েছেন তানজিদ হাসান তামিম।

একাদশে ফিরেছেন লিটন দাস ও শরীফুল ইসলাম।

জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচে যথাক্রমে ১, ২৩ ও ১২ রান করে আউট হয়েছিলেন লিটন। বাজে ফর্মের কারণে সিরিজের শেষ দুই ম্যাচ থেকে বাদ পড়েন তিনি। বিশ্বকাপ শুরুর আগে ফর্মে ফেরার সুযোগ পাচ্ছেন ২৯ বছর বয়সী এ উইকেটকিপার ব্যাটসম্যান।

 

বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

news24bd.tv/aa