যুক্তরাষ্ট্রকে ১৫৪ রানের টার্গেট দিল বাংলাদেশ

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রকে ১৫৪ রানের টার্গেট দিল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র সিরিজেও ব্যর্থ হয়েছিল টাইগারদের টপ অর্ডার। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি মূলক সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে মাত্র ১৫৩ রান তুলতে পারে টাইগাররা।

মঙ্গলবার (২১ মে) টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে দুই টাইগার ওপেনার লিটন কুমার দাস এবং সৌম্য সরকার। তবে ইনিংস বড় করতে পারেননি দুজনের কেউই।

১৫ বলে ১৪ রান করে লিটন আউট হলে ১৩ বলে ২০ রান করে তাকে সঙ্গ দেন সৌম্য সরকার।

এদিন ব্যাটে রান পাননি অধিনায়ক শান্তও। ১১ বলে মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর সাকিবকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন তাওহীদ হৃদয়।

তবে পিচে বেশিক্ষণ থাকতে পারেননি সাকিবও। ১২ বলে ৬ রান করে রান আউট হন এই টাইগার অলরাউন্ডার।

কিন্তু এক প্রান্ত আগলে রেখে ৪০ বলে ফিফটি তুলে নেন তাওহীদ হৃদয়। তাকে যোগ্য সঙ্গ দেন মাহমুদউল্লাহ। ২২ বলে ৩১ রান করে আউট হন এই ফিনিশার ব্যাটার।

শেষ পর্যন্ত জাকের আলীর ৫ বলে ৯ রান এবং তাওহীদ হৃদয়ের ৪৭ বলের ৫৮ রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে ছয় উইকেট হারিয়ে ১৫৩ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের হয়ে দুই উইকেট নেন স্টিভেন টেইলর। এ ছাড়াও সৌরভ নেথ্রালভাকার, আলী খান এবং জেসি সিং একটি করে উইকেট নেন।

news24bd.tv/কেআই

এই রকম আরও টপিক