ছাত্রদলের সাবেক সভাপতি–সহসভাপতিকে হাতুড়িপেটা ও কুপিয়ে জখম

ছাত্রদলের সাবেক সভাপতি–সহসভাপতিকে হাতুড়িপেটা ও কুপিয়ে জখম

ছাত্রদলের সাবেক সভাপতি–সহসভাপতিকে হাতুড়িপেটা ও কুপিয়ে জখম

অনলাইন ডেস্ক

রাজধানীর শাহবাগের শিল্পকলা একাডেমির সামনে দুর্বৃত্তদের হামলায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক দুই নেতা গুরুতর আহত হয়েছেন। তাঁরা হলেন– কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ (৩৭) ও সাবেক সহ-সভাপতি ঝলক (৩৫)।

মঙ্গলবার রাত ১০টার দিকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহতদের ভাষ্য, শিল্পকলা একাডেমির সামনে বসা অবস্থায় হঠাৎ ২০ থেকে ২২ দুর্বৃত্ত তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।

তাঁদের হাতুড়ি দিয়ে পেটানোর পাশাপাশি কুপিয়ে জখম করা হয়। পরে পুলিশ গিয়ে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসে। পরে আহত ঝলককে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে তাঁদের ওপর কে বা কারা হামলা চালিয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি ভুক্তভোগীরা।

এদিকে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, এই সরকার গোটা দেশকে রক্তাক্ত করেছে। গণতন্ত্রকামী সৈনিকের রক্ত দিয়ে তারা উল্লাস করছে। কিন্তু সংগ্রামের রক্ত কখনও বৃথা যায় না। একদিন এই বাংলার মাটিতেই সবকিছুর বিচার হবে।

শাহবাগ থানার এসআই ইশতিয়াক বলেন, ‘৯৯৯ নম্বরে একটি ফোনকল পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আমরা যেতেই হামলকারীরা পালিয়ে যায়। কে বা কারা তাঁদের ওপর এই হামলা চালিয়েছে বিষয়টি ভুক্তভোগীরা জানাতে পারেননি। ’
news24bd.tv/aa