‘ট্রেবল’ জয়ের মিশনে ফেডারেশন কাপের ফাইনালে নামছে কিংস

‘ট্রেবল’ জয়ের মিশনে ফেডারেশন কাপের ফাইনালে নামছে কিংস

অনলাইন ডেস্ক

স্বাধীনতা কাপ জয়ের পর নিশ্চিত হয়েছে লিগ শিরোপা। বসুন্ধরা কিংসকে এখন হাতছানি দিচ্ছে ‘ট্রেবল’। আজ বুধবার (২২ মে) ময়মনসিংহে ফেডারেশন কাপের শিরোপা জিতলেই ইতিহাস গড়বে দেশসেরা ক্লাবটি। বিকেল ৩টায় রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে শিরোপা এই নির্ধারণী ম্যাচে কিংসের প্রতিপক্ষ মোহামেডান।

ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন এই মোহামেডান। তবে সাদা-কালো জার্সিধারীদের হারিয়েই কিছুদিন আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করে কিংস। মৌসুমের শুরুতে স্বাধীনতা কাপ ফাইনালেও সাদা-কালোদের হারিয়েছে তারা। ফলে পরিষ্কার ফেবারিট কিংসই।

 

তারপরেও কিংসের কোচ অস্কার ব্রুজোন ন্যূনতম ভুল করতে নারাজ, ‘আমাদের সারা বছরের পরিশ্রম আর চেষ্টায়ই আজ আমরা এখানে। আরো একবার তাই নিজেদের মেলে ধরার মঞ্চ এটি আমাদের জন্য। খেলোয়াড়দের ওপর পূর্ণ আস্থা আছে আমার। বিশ্বাস করি, মাঠে শতভাগ ঢেলে দেবে তারা। ’

ওদিকে, মোহামেডান কোচ আলফাজ আহমেদও প্রত্যয়ী। শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর তার দল। আলফাজ বলেছেন, ‘আমরাও ছেড়ে কথা বলব না। কিংস শক্তিশালী দল সন্দেহ নেই, তবে আমরাও কখনো ছেড়ে কথা বলিনি। তাই আগেভাগে কিছুই বলা যাবে না। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলব, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়ব। ’

শিরোপা জিততে একরকম ভুলেই গিয়েছিল মোহামেডান। গত ফেডারেশন কাপটাই ৯ বছরের ব্যবধানে তাদের জেতা কোনো শিরোপা। সেখানে কিংস আবির্ভাবের পর থেকেই শিরোপা ছাড়া কিছু ভাবে না। এই সময়ের মধ্যে ১৪ শিরোপার ১০টিই জিতেছে তারা। কিংসের খেলোয়াড়রা তাই বিশ্বাস করতেই পারেন আবারও শিরোপা ট্রফি তাদের হাতেই উঠবে। ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। ময়মনসিংহে ঘরের মাঠের স্বাচ্ছন্দ্য হয়তো কিংস পাবে না। তবে ব্রুজোন বলেছেন, ‘মৌসুমজুড়ে ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলে আমরা অভ্যস্ত হয়ে উঠেছি। এটা তাই বড় বাধা নয়। ’

আর বসুন্ধরা কিংস ভক্তদের মনোজগতে উড়ছে রঙের মেঘ। সেই মেঘ উৎসবের, স্বপ্নের ট্রেবল জয়ের ভাবনা।

news24bd.tv/SHS