এভারেস্ট বিজয়ের ইচ্ছা ত্যাগ করুন

কাবেরী গায়েন

এভারেস্ট বিজয়ের ইচ্ছা ত্যাগ করুন

কাবেরী গায়েন

এভারেস্ট বিজয় ধারণাটি ত্রুটিপূর্ণ। নিশাত মজুমদারের সময় থেকে বলে আসছি। নেপাল গরিব দেশ। এসব এভারেস্ট বিজয় জাতীয় বিষয়ের আয়োজন করে টাকা আয় করে চলতে হয়।

এককথায় এভারেস্ট ব্যবসা।  
পৃথিবীর মানুষের উচিত এই কাজ থেকে বিরত থাকা। এভারেস্টকে এভারেস্টের মতো থাকতে দিলে মানুষ প্রজাতির লাভ। পৃথিবী গ্রহটির লাভ।
ধারণা হিসেবে এভারেস্টকে পরাজিত করা ভয়াবহ এক ধারণা।  
এই ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকুন। বরং এভারেস্টের নীচে হাঁটু গেড়ে বসার আছে। এর সৌন্দর্য আর বিশালতার কাছে ধীরে বসে থাকার শিক্ষাটা মানুষ প্রজাতির নিজেদের স্বার্থেই আয়ত্ত করা বরং জরুরি।  
এভারেস্টের শীর্ষ ছোঁওয়ার বাণিজ্যিক প্রবণতা থেকে নিজেকে মুক্ত রাখা হবে সবচেয়ে বড় বিজয়। অনুগ্রহ করে এভারেস্ট বিজয়ের আকাঙ্খা ত্যাগ করুন। এই তথাকথিত বিজয়কে মহিমান্বিত করা থেকে বিরত থাকুন।  

লেখক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ও  অধ্যাপক

news24bd.tv/ডিডি