দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তিতে আইনজীবীদের নজর দিতে হবে: প্রধান বিচারপতি

দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তিতে আইনজীবীদের নজর দিতে হবে: প্রধান বিচারপতি

অনলাইন ডেস্ক

কম সময়ে মামলার নিষ্পত্তি করতে আইনজীবীদের লক্ষ্য রাখতে বলেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বুধবার (২২ মে) লালমনিরহাট আদালতে আইনি সহায়তা পেতে আসা মানুষদের জন্য ‘ন্যায় কুঞ্জ’ নামে একটি বিশ্রামাগার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, মামলার জট কমাতে আইনজীবীদের ভূমিকা রয়েছে। এজন্য সাধারণ মানুষকে আইনি পরামর্শ দিয়ে বুঝাতে হবে।

মানুষ এখন তুচ্ছ ঘটনায় মামলা করে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ছোটো ছোটো ঘটনাগুলো মীমাংসার মাধ্যমে সমাধান করতে হবে। এতে করে আদালতের ওপর চাপ কমবে।

news24bd.tv/ab