পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি হামলায় নিহত ৭

ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি হামলায় নিহত ৭

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে একজন ডাক্তার ও একজন কিশোর সহ সাতজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মে) রাতে এই হামলা চালানো হয়। খবর রয়টার্সের।

হামলাটি সশস্ত্র যোদ্ধাদের নিধন করতে চালানো হয়েছে এবং কয়েকজন অস্ত্রধারীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

অ্যাম্বুলেন্স ড্রাইভার হাজিম মাসারওয়া জানান, গোপন বাহিনীর সদস্যরা অতর্কিতে হামলা চালিয়ে যারাই নড়াচড়া করেছে তাদেরকেই হত্যা করেছে।

২০টি সাঁজোয়া যান দ্বারা পরিবেষ্টিত একটি বুলডোজার শহরের কেন্দ্রস্থলকে গুঁড়িয়ে দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় একজন শিক্ষক, একজন ডাক্তার এবং ১৫ ও ১৬ বছর বয়সী দুইজন কিশোর নিহত হয়েছেন।

news24bd.tv/ab