বাজুস পিরোজপুর জেলা শাখার নির্বাচনে বিজয়ী হলেন যারা

বাজুস পিরোজপুর জেলা শাখার নির্বাচনে বিজয়ী হলেন যারা

পিরোজপুর প্রতিনিধি

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) পিরোজপুর জেলা শাখার দ্বিবার্ষিক মেয়াদের নির্বাচন ২০২৪-২৫ কার্যকরী পরিষদের সদস্য পদের নির্বাচন সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ঘোষণা হয়ে গেছে বিজয়ীদের নাম।

এর মধ্যে সভাপতি পদে দীলিপ সর্বন ৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিখিল কর্মকার (তুলসী) পেয়েছেন ৩৭ ভোট।

সহ-সভাপতি পদে বোরহান মল্লিক ৬৮ ভোট পেয়ে প্রথম, বিকাশ কর্মকার ৫৮ ভোট পেয়ে দ্বিতীয়, জগদীশ চন্দ্র দাস ৩৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। সাহাবুল হোসেন ১৭ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে রিপন দত্ত ৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমরান শেখ পেয়েছেন ৩০ ভোট।

কোষাধ্যক্ষ পদে তপন কুমার কর্মকার ৪৭ ভোট পেয়ে বিজয়ী। সহ সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ইসমাইল হোসেন (৬২), প্রদীপ কর্মকার (৪৫), সিদ্ধার্থ মিস্ত্রী (৪৫), তপন পাল (২৬), উত্তম রায় (২৮)।

কার্যনির্বাহী সদস্য পদে যথাক্রমে গৌতম চন্দ্র মিস্ত্রী ৫২, রবিন মন্ডল ৪৭, পার্থ সারথি সিকদার ৪৬, মোঃ আব্দুল আজিজ খান ৪৫, বিশ্বজিৎ সর্বন ২৯ ও সুখরঞ্জন হালদার ১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পিরোজপুর হোটেলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কার্যকরী পরিষদ সদস্য পদে মোট ২৩ জন প্রার্থী ১৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার অশোক কুমার কর্মকার, আপিল বোর্ডের চেয়ারম্যান দীলিপ কর্মকার, নির্বাচন কমিশনার শহিদুল ইসলাম ও দেলোয়ার হোসেন সার্বিক দায়িত্ব পালন করেন। ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে, দ্বিতীয়বারের মতো ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করতে সকাল থেকে ভোটকেন্দ্রে ভিড় করতে শুরু করেন জুয়েলার্স ব্যবসায়ীরা।

আরও পড়ুন: বাজুস পিরোজপুর জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন চলছে

পিরোজপুরে মোট ১০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কেন্দ্রে আসার পর প্রার্থীরা ভোটারদের স্বাগত জানান। প্রার্থী ও ভোটারদের উপস্থিতিতে ভোট কেন্দ্র ও আশপাশ এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নির্বাচনে স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী সংগঠনের নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

news24bd.tv/SC