বাংলাদেশে ঘাঁটি করার ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

বাংলাদেশে ঘাঁটি করার ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অতীতে সাদা চামড়ার লোকেরা তাকে দেশের অংশ দেয়ার বিনিময়ে ক্ষমতায় রাখার নিশ্চয়তা দিয়েছিল কিন্তু তাতে সায় দেননি তিনি।

বৃহস্পতিবার (২৩ মে) গণভবনে ১৪ দলের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার পক্ষের শক্তিকে আরো সুসংঘঠিত হয়ে দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে।

দ্বাদশ জাতীয় নির্বাচনের পর আদর্শিক জোট ১৪ দলের সাথে জোট নেত্রী শেখ হাসিনার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় গণভবনে।

বৈঠকের শুরুতে জোটের নেতাদের স্বাধীনতার মূল্যবোধ এবং চেতনাকে অটুট রাখার আহ্বান জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ৭৫ এর পর বারবার চক্রান্তের শিকার হয়ে বঞ্চিত ছিলো বাংলাদেশের মানুষ। একুশ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের মানুষ বুঝতে শিখেছে সরকার তাদের সেবক।

বাংলাদেশে ঘাঁটি করার বিনিময়ে আওয়ামী লীগ ক্ষমতায় রাখার নিশ্চয়তা দিয়েছিল সাদা চামড়ার লোকেরা।

কিন্তু দেশের অংশ কাউকে দিয়ে কখনোই ক্ষমতা চাননা বঙ্গবন্ধু কন্যা। তিনি বলেন বঙ্গোপসাগর নিয়ে ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে।

শেখ হাসিনা বলেন, বর্তমানে সবচেয়ে বড় সংকট মূল্যস্ফীতি, এটা শুধু বাংলাদেশে নয়, অন্যন্য দেশেও আছে। রিজার্ভও কমেছে, তবে রিজার্ভ নিয়ে দুশ্চিতার কিছু নাই। আপদককালীন খাদ্য মওজুদ আছে, প্রয়োজনে আমদানীও করা যাবে।

প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সংকট মোকাবেলা করেই তিনি এগিয়ে যাচ্ছেন। যতই মুরুব্বিদের ধরুক বিএনপি জামাতের বিরুদ্ধে সন্ত্রাসী করলে আইনের মুখোমুখি হতেই হবে।

news24bd.tv/DHL