সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় নিহত

সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় নিহত

অনলাইন ডেস্ক

চোরাকারবারিদের লক্ষ্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ভারতীয় এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ মে) ভোরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কালিরহাট সীমান্তের প্রধান পিলার ৮৫৭ এর ৬ নম্বর সাব পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত রাকেশ ভারতের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার পুর্ব খাতের বাড়ি এলাকার হাফিজুল মিয়ার ছেলে।  

সীমান্তবাসী জানান, কালিরহাট সীমান্তের ৮৫৭ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলাবের কাছে ভারতে অভ্যন্তরে উত্তর টেপুরগাড়ী এলাকায় মিরাপ্পা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়।

এতে ভারতীয় নাগরিক রাকেশ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরে বিএসএফ সদস্য ওই যুবকের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১ এর তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মুসাহিত মাসুম বলেন, ভোরে সীমান্তে কয়েক রাউন্ড গুলি হয়েছে। তাদের গুলিতে ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে শুনেছি।

সীমান্তে গুলির ঘটনায় আমরা বিএসএফকে প্রতিবাদ জানিয়েছি।

news24bd.tv/তৌহিদ