রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে মো. আবদুল্লাহ নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা ৭টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার উত্তর নোয়াগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।

শিশু আবদুল্লাহ ওই এলাকার হাফেজ আমিনুর রহমান বাড়ির মো. ফরিদুল হকের ছেলে।

স্থানীয় পৌর কাউন্সিলর জালাল উদ্দীন জানান, বিকালে দিকে বাড়ির পাশের পুকুর পাড়ে বড়ভাইয়ের সঙ্গে খেলছিল আব্দুল্লাহ।

একপর্যায়ে বড়ভাই আম পাড়ার জন্য গাছে উঠে৷ অন্যদিকে তখন শিশু আব্দুল্লাহ খেলতে খেলতে পুকুরে নেমে গিয়ে তলিয়ে যায়। তাকে দেখতে না পেয়ে স্বজনরা পুকুরে খোঁজ শুরু করলে আধঘন্টা পর তার নিথর দেহ পাওয়া যায়। পরে সন্ধ্যা ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

news24bd.tv/কেআই