‘ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিকে নজর দিতে হবে’

‘ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিকে নজর দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক

হিটওয়েভ নিয়ে ট্রেডিশনাল ইনফ্রাস্ট্রাকচারের পাশাপাশি ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিকেও বিশেষ নজর দিতে হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ব্র্যাকের এক সেমিনারে এ মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিন।

তাপপ্রবাহের ঝুঁকি এর কারণ ও প্রতিকার নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়।

ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচির আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারের উদ্দেশ্য ছিল তাপপ্রবাহের বিজ্ঞান-নীতি-অনুশীলন সমন্বয় সম্পর্কে নীতি নির্ধারক, শিক্ষাবিদ, গণমাধ্যম ও নাগরিক সমাজকে অবগত ও সচেতন করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন।

news24bd.tv/তৌহিদ