মিশিগানে সংবর্ধনা পেল ৭০ বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থী

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা

মিশিগানে সংবর্ধনা পেল ৭০ বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থী

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের মিশিগানে ৭০ বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। স্টেটের ডেট্টয়েট ড্যাভিসন পাবলিক ইলিমেন্টারি মিডল স্কুলে জিপিএ-ফোর পেয়ে নতুন ক্লাসে ওঠা তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।  

এর আওতায় ছিল থ্রি গ্রেট থেকে শুরু করে এইট গ্রেটের শিক্ষার্থীরা। তারা বাৎসরিক পরীক্ষার ফলাফলে সব বিষয়ে এ প্লাস পেয়েছে।

 

স্থানীয় সময় বুধবার (২২ মে) বিকেলে স্কুল অডিটোরিয়ামে জাঁকজমক আয়োজনের মাধ্যমে বাংলাদেশি-আমেরিকান প্যারেন্টস কমিটির পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা পাওয়া ৭০ জন শিক্ষার্থীদের মধ্যে ৫০ জনই বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থী। মেধা ও অর্জনের স্বীকৃতি স্বরূপ তাদের হাতে সনদপত্র, অ্যাওয়ার্ড ও মেডেল তুলে দেওয়া হয়।

এছাড়া শিক্ষাসহ কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখায় শিক্ষক ডা. মোহাম্মদ সিরাজুল হককে সম্মাননা দেওয়া হয় একই অনুষ্ঠানে।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন কমিউনিটির অভিভাবকরা উপস্থিত ছিলেন।

news24bd.tv/আইএএম