ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে অতিরঞ্জিত খবর ছড়িয়েছে বিভিন্ন গণমাধ্যম। এ যুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে ভারতের বিভিন্ন মিডিয়ার বিরুদ্ধে। এবার ভুয়া তথ্য ছড়িয়ে স্বীকারোক্তি দিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক সাংবাদিক। পাক মিডিয়া জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভারতের শীর্ষ দৈনিক দ্য হিন্দু পত্রিকার পররাষ্ট্র সম্পাদক স্ট্যানলি জনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য শেয়ার করার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন। গত রোববার (১১ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও রিটুইট করার পর জনি জানতে পারেন, ভিডিওটিতে দাবি করা হচ্ছিলভারতীয় নৌবাহিনী করাচি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে পরে তা মিথ্যা হিসেবে প্রমাণিত হয়। ভারতীয় এ সাংবাদিক পোস্টে লিখেছেন, সব জায়গাতেই প্রচার-প্রোপাগান্ডার...
যুদ্ধে মিথ্যা তথ্য প্রচার নিয়ে মুখ খুললেন ভারতীয় সাংবাদিক
অনলাইন ডেস্ক

ভারত আক্রমণ চালালে পাকিস্তানের পশ্চিম সীমান্তে দাঁড়াবে বাহিনীটি
অনলাইন ডেস্ক

শক্তিশালী ভারত যদি চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানে আক্রমণ চালায়, তবে পশ্চিম সীমান্ত থেকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বেলুচ লিবারেশন আর্মি। গতকাল রবিবার (১১ মে) প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে তারা এসব কথা বলেছে। বিবৃতিতে বলা হয়, আমরা কারও দাবার গুটি নই। আমরা একটি নতুন আঞ্চলিক ব্যবস্থার স্থপতি। পাকিস্তানকে বৈশ্বিক সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল দাবি করে বিবৃতিতে বলা হয়, পাকিস্তান হচ্ছে বিভেদের মতাদর্শে গড়ে ওঠা একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। ভারত যদি পাকিস্তানকে পরাভূত করতে চায়, তাহলে পশ্চিম সীমান্তে তাদের সহায়ক হিসেবে থাকবে বিএলএ। পাকিস্তানের যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার বিষয়ে সন্দেহ প্রকাশ করে বিএলএ বলেছে, পাকিস্তানের পক্ষ থেকে শান্তি, যুদ্ধবিরতি এবং ভ্রাতৃত্বের প্রতিটি শব্দই প্রতারণামূলক। এগুলো তাদের যুদ্ধকৌশল, যা খুবই...
বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব?
অনলাইন ডেস্ক

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। দাম কমার পেছনে কারণ হিসেবে ধরা হচ্ছে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনায় ইতিবাচক অগ্রগতিকে। দু্ই দেশের বাণিজ্যে ইতিবাচক সাড়ার কারণে বিনিয়োগকারীদের কাছে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে স্বর্ণের চাহিদা হ্রাস পেয়েছে, ফলে কমেছে মূল্যবান এই ধাতুটির দাম। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১২ মে) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ২৭৭ দশমিক ৩৪ ডলারে। আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৯ শতাংশ কমে ৩ হাজার ২৮১ দশমিক ৭০ ডলারে বেচাকেনা হচ্ছে। রিলায়েন্স সিকিউরিটিজের সিনিয়র কমোডিটি বিশ্লেষক জিগার ত্রিবেদী বলেন, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বাণিজ্য আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দেয়ার পর থেকেই ডলার সূচকের উন্নতি হয়েছে। সুইজারল্যান্ডে...
৪০ বছর সংঘাতের পর এবার নিজেকেই বিলুপ্ত করল বাহিনীটি
অনলাইন ডেস্ক

সরকারের সঙ্গে দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে সংঘাতের পর অবশেষে নিজেকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে তুরস্কভিত্তিক সশস্ত্রগোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। গোষ্ঠীটির একাধিক নেতা ও তুরস্কের কয়েক জন রাজনীতিবিদের বরাতে আজ সোমবার (১২ মে) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এর আগে গত মার্চ মাসের প্রথম দিকে পিকেকের কারাবন্দি নেতা আবদুল্লাহ ওচালানের এক ঐতিহাসিক আহ্বানে সাড়া দিয়ে তুরস্কের সরকারের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল পিকেকে। ওচালান সেই সময়েই নিকট ভবিষ্যতে দলটির বিলুপ্তির ইঙ্গিত দিয়েছিলেন। আধুনিক কুর্দিস্তান বলতে যে অঞ্চলটিকে বোঝায়, সেটি তুরস্কের পূর্বের কিছু অংশ, উত্তর ইরাক, দক্ষিণপশ্চিম ইরান ও উত্তর সিরিয়া এই চারটি দেশের কুর্দিভাষী অঞ্চলগুলোর মধ্যে বিস্তৃত। তুরস্কে এর আয়তন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত