‘ঘোড়া প্রতীকে ভোট দিতে এমপির কঠোর নির্দেশ’

‘ঘোড়া প্রতীকে ভোট দিতে এমপির কঠোর নির্দেশ’

অনলাইন ডেস্ক

ঠাকুরগাঁওয়ের তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রেজওনায়ুন হক বিপ্লবের (ঘোড়া প্রথীকে) পক্ষে স্থানীয় এমপি হাফিজ প্রভাব খাটাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম বলেন, ‘এমপি হাফিজের কঠোর নির্দেশ, জাতীয় পার্টির যারা আছেন তারা যেন ঘোড়া মার্কা ছাড়া যাতে অন্য কোনো মার্কায় ভোট না দেয়। জাতীয় পার্টির এমপি হাফিজ যে উন্নয়ন করেছে সেই উন্নয়ন ধরে রাখতে এই উপজেলা নির্বাচনে এমপির প্রার্থীর (ঘোড়া) প্রয়োজন আছে। ’

বিষয়গুলো নিয়ে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আখতারুল ইসলাম বলেন, ‘এলাকার উন্নয়ন করতে চাইলে নাকি এমপির প্রার্থী ঘোড়া প্রতীকে ভোট দেয়া লাগবে।

এটা কি ধরণের আচরণ। ভোটাররা চিন্তিত যে কারণে ভোট চাওয়ার চেয়ে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার অনুরোধই বেশি করতে হচ্ছে। আশা করি, সব বাধা ঠেলে ভোটাররা ভোট দিতে যাবেন। ’

এদিকে এসব বিষয়ে জানতে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

জানা যায়, আগামী ২৯ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ভোট হবে। ভোটে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মিলে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক