ভারত-বাংলাদেশ অভিমুখে স্থলভাগের উপর আছড়ে পড়বে রেমাল

ভারত-বাংলাদেশ অভিমুখে স্থলভাগের উপর আছড়ে পড়বে রেমাল

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপ রেমাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কাল রোববার (২৬ মে) নাগাদ আঘাত হানতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশের পাশাপাশি ভারতের কলকাতায় রেমালের প্রভাবে রোববার (২৬ মে) কলকাতায়ও প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

সেখানকার আবহাওয়া অফিস থেকে কলকাতা-সহ কয়েকটি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, অতি গভীর নিম্নচাপ আগেই তৈরি হয়ে গিয়েছে।

ঘূর্ণিঝড় রেমাল তৈরি হওয়া এখন সময়ের অপেক্ষা।

আলিপুর আবহাওয়া দফতর থেকে বিশেষ বার্তা দেওয়া হচ্ছে। উত্তর দিকে ক্রমশ এগিয়ে আসছে রেমাল।

আগামী কাল রোববার (২৬ মে) সকালেই শক্তি বাড়িয়ে রেমাল সিভিআর সাইক্লোন আকার নেবে।

শুধু তাই নয়, আরও উত্তর দিকে সে অগ্রসর হবে। ভারত বাংলাদেশ অভিমুখে স্থলভাগের উপর আছড়ে পড়ার সম্ভাবনা আরও তীব্র হয়েছে।

শনিবার (২৫ মে) বঙ্গোপসাগরে সৃষ্ট অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়ে আরও শক্তি বাড়িয়ে রোববার (২৫ মে) সকালে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, শনিবার বিকেল পর্যন্ত ঘূর্নিঝড় রেমাল পায়রা সমুদ্র বন্দর থেকে ৪২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিলো। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কাল সন্ধ্যা নাগাদ এটি চূড়ান্ত আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

news24bd.tv/SC